ঘর বাঁধার আশায় কিশোরী দিপাননিতা ও কথিত খালাতোভাই সুমন যশোরে পুলিশের খাঁচায় অতপর

0
380

বিশেষ প্রতিনিধি : মাকে না জানিয়ে বন্ধুর সাথে ঘর বাধার স্বপ্ন দেখে যশোরে আসার পর কিশোরী দিপাননিতা (১৪) কোতয়ালি মডেল থানা পুলিশ হেফাজতে গ্রহন করেছে। এসময় প্রেমেক সুমন মোল্লাকে গ্রেফতার পুর্বক ছেড়ে দিয়েছে। সে নড়াইল জেলার বড়কোলা গ্রামের তকিবর মোল্লার ছেলে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যারাতে যশোর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসার একে ট্রাভেলস পরিবহনের যাত্রী ঢাকা কেরানীগঞ্জ উপজেলার খলামোড়া গ্রামের মৃত নুরুল ইসলামের কিশোরী মেয়ে দিপাননিতাকে কোতয়ালি থানার এসআই জসীমউদ্দিন হেফাজতে নেয়। এসময় কিশোরীর খালাতোভাই পরিচয় দানকারী সুমন মোল্লাকে গ্রেফতার করেন উক্ত এসআই। পরবর্তীতে হেফাজতে থাকা দিপাননিতা সাংবাদিক ও পুলিশকে জানায়, সুমন মোল্লার সাথে তার ঢাকাতে পরিচয় হয়। ৪ দিন পূর্বে দিপাননিতা সুমন মোল্লার সাথে দেখা হওয়ার পর চুড়ান্ত সিদ্ধান্ত নেন সে সুমন মোল্লার সাথে ঘর বাঁধবে। ঘর বাঁধার আশায় সোমবার বিকেলে কিশোরী সুমন মোল্লার উদ্দেশ্যে পরিবহন যোগে যশোর আসছিল। সুমন মোল্লা কিশোরীকে মনিহার পেক্ষা গৃহের সামনে থেকে গ্রহন করবে। গোপন সূত্রে খবর পেয়ে কোতয়ালি থানার উক্ত এসআই দিপাননিতাকে উদ্ধার ও খালাতো ভাই পরিচয়দানকারী প্রেমিক সুমন মোল্লাকে গ্রেফতার করে। পরবর্তীতে কিশোরী দিপাননিতার মাকে সংবাদ দেওয়া হলে দিপাননিতাকে জিম্মায় গ্রহনের জন্য তার মাতা যশোরের উদ্দেশ্যে আসছে। এসআই জসিম জানান, সুমন মোল্লার আপন চাচা যশোর চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের টু আইসি দাবি করে সুমন মোল্লাকে মঙ্গলবার বিকেলে জিম্মায় গ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here