চালের দাম কেজিতে ৬ টাকা কমবে : বাণিজ্যমন্ত্রী

0
360

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে অব্যাহতভাবে চালের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে চাল আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী বলেন, চাল আমদানিতে বর্তমানে ২৮ শতাংশ শুল্ক নির্ধারিত রয়েছে। এই শুল্ক ১৮ শতাংশ কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা হবে। এতে মোটা চালের দাম কেজিপ্রতি ৬ টাকা কমবে।

রমজানে নিত্য পণ্যের দাম বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে তোফায়েল বলেন, ‘আমরা প্রাণপণ চেষ্টা করেছি নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে। কিন্তু গুটি কয়েক বড় ব্যবসায়ীর কারসাজির কারণে তা সম্ভব হয়নি।’ তবে চাল আমানিতে শুল্ক কমানো হলে বাজার নিয়ন্ত্রণে আসব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী বলেন, মূলত চালের দামের ওপর ভিত্তি করেই অন্য নিত্যপণ্যগুলোর দাম ওঠানামা করে। চালের দাম কমে আসলে অন্যান্য পণ্যের দামও কমে আসবে।

চালের দাম বৃদ্ধির কারণ সম্পর্কে সাংবাদিকদের মন্ত্রী জানান, বোরো উৎপাদনে সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, হাওরে বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে তা পূরণ হয়নি। ফলে চালের দাম বেড়েছে। তবে সরকার এখন আমদানি করে চালের মজুদ বাড়ানোর চেষ্টা করছে বলে জানান তোফায়েল আহমেদ। এ ছাড়া দেশে কোনো খাদ্য সংকট নেই বলেও জানান তিনি।

শুল্ক কমানের বিষয়ে মন্ত্রী জানান, গতকাল সোমবার এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা-পরামর্শ করা হয়েছে। তাঁর নির্দেশনার আলোকেই আজ এই শুল্ক কমানোর ঘোষণা দেওয়া হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here