চিংড়ি চাষকে আধুনিকায়ন, সমৃদ্ধ ও যুগোপযোগী করা হবে

0
528

পাইকগাছায় চিংড়ি চাষী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ (এমপি) বলেছেন, সাদা সোনা খ্যাত চিংড়ি চাষকে আধুনিকায়ন, আরো সমৃদ্ধ, আরো যুগোপযোগী করতে চিংড়ি উৎপাদন ও বিপণনের সাথে জড়িতদের মতামতের উপর গুরুত্ব দিয়ে তা করা হবে। শুক্রবার বিকেলে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে চিংড়ি চাষী ও চিংড়ি ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় উপ-পরিচালক (মৎস্য) রনজিত কুমার পাল, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি (তদন্ত) জাবীদ হাসান, ভাইস চেয়ারম্যান মাওঃ কামাল হোসেন ও শাহানারা খাতুন। উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাচিবনেতা ডাঃ শেখ মোঃ শহিদউল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা শামীম হায়দার, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, খুলনা বিভাগীয় পোনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন। বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাব সভাপতি জি,এম, মিজানুর রহমান মিজান, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, শেখ জালাল উদ্দীন, দাউদ শরীফ, মাশফিয়ার রহমান সবুজ, জি,এম, ইকরামুল হক, আবুল কালাম আজাদ, এস,এম, সামছুর রহমান। প্রধান অতিথি তার বক্তৃতায় আরো বলেন, সরকারী স্লুইচ গেটের খাল ইজারা দেয়ার এখতিয়ার কারোর নেই। কোথাও কোন খাল ইজারা দেয়া হলে তা দ্রুত অপসারণের নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here