চৌগাছায় জাগরণী চক্র ফাউন্ডেশনের যৌন হয়রানি রোধ ও পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকা গড়ন কর্মসূচির উপকরণ বিতরণ

0
358

সংবাদ বিজ্ঞপ্তি : বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে যৌন হয়রানি রোধ ও পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকা গড়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ জুন ২০১৯) যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়ন পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত হয় এ উপকরণ বিতরণ অনুষ্ঠান।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ হাতে তুলে দেন ৭ নং পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান লাল। উপকরণ হিসাবে বিতরণ করা হয়, ছোট-বড় প্লাস্টিকের ডাস্টবিন, আবর্জনা ফেলানোর ভ্যান, কোদাল, ব্যালচা, অভিযোগ বক্স ইত্যাদি। উপকরণ বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি যৌন হয়রানি রোধে পরিচালনা করা হয় গণস্বাক্ষরতা অভিযান এবং গণসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে গ্রামের মহিলাদের নিয়ে আয়োজন করা হয় উঠান বৈঠাক।

পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এই কর্মসূচির উপকরণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের মেম্বর জনাব বিশারত হোসেন, জাগরণী চক্র ফাউন্ডেশনের চৌগাছা এরিয়া ম্যানেজার জনাব খবির উদ্দিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here