চৌগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

0
495

বাদেখানপুর ও পাতিবিলা সরকারি বিদ্যালয় চাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক : যশোরের চৌগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাদেখানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পাতিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মঙ্গলবার সকালে চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম ফাইনাল খেলায় পাতিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা ৩-০ গোলে আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা চ্যাম্পিয়ন হয়। পরের খেলায় বাদেখানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা ২-১ গোলে সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা চ্যাম্পিয়ন হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলাটি মাঠে বসে উপভোগ করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। পরে প্রধান অতিথি হিসেবে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীন। বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশিষ মিশ্র জয়, চৌগাছা পৌরমেয়র ও পৌর যুবলীগের আহবায়ক নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান শান্তি মৃধা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুনছুর আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, ইউআরসির ইন্সট্রাক্টর শিউলি খাতুন, সিংহঝুলী ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, আওয়ামীলীগ নেতা সানোয়ার হোসেন বকুল, আওরঙ্গজেব চুন্ন, পৌর কাউন্সিলর শাহীন রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন সরকার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here