চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সম্প্রীতি সমাবেশ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক সারাদেশে চলমান সন্ত্রাস, অগ্নি-সংযোগ, ভাংচুর, লূটপাট ও নাশকতার বিরুদ্ধে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ মঙ্গলবার বিকাল ০৪.০০ টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও প্রেসক্লাব চৌগাছার সভাপতি জিয়াউর রহমান রিন্টুর নেতৃত্বে এ কর্মসূচী পালিত হয়।
“সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাড়াও বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদের সামনে অবস্থিত স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয় হতে শুরু করে বঙ্গবন্ধু ভাস্কর্য মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ করে মিছিলটির পরিসমাপ্তি ঘটে।
কর্মসূচীতে অন্যান্যের মধ্যেে উপস্থিত ছিলেন চৌগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম,প্রেসক্লাব চৌগাছার সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক অমেদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, সম্পাদক রোকনুজ্জামান সুমন, যুগ্ম-সম্পাদক আসিফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মন্টু,ফুলসারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আল-আমিন, যুগ্ম-সম্পাদক তুষার ইমরান, পাশপোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অসীম কুমার মন্ডল,সম্পাদক শফিকুল ইসলাম, সিংহঝুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক রায়হান মীর, ধূলীয়ানী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মোমিনুর রহমান, জগদীশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক তাশিকুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক শাহজাহান আলী ভূট্টো, হাকিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মারুফ হাসান, স্বরুপদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল্লাহ শহিদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাসির উদ্দীন, নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাহ উদ্দীন ইটু, সাংগঠনিক সম্পাদক লাভলুর রহমান, নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আসির উদ্দীনসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগ নেতা শফিউর রহমান রাথিক প্রমুখ।