নিজস্ব প্রতিনিধি
যশোরের চৌগাছায় ১৯৮ বোতল ফেন্সিডিলসহ আলমগীর মন্ডল (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার (৬ এপ্রিল) রাত ভোর ৩ টার সময় উপজেলার হিজলী ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আলমগীর মন্ডল উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের গনি মন্ডলের ছেলে।
পুলিশসুত্রে জানা যায়, বুধবার ভোর ৩ টার দিকে আলমগীর মন্ডল ইন্দ্রপুর থেকে মাশিলা বাজারের উদ্দেশ্যে বস্তায় করে ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল। এসময় বিজিবি হাবিলদার সাহিবুর রহমানের নেতৃত্বে বস্তায় ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়। এরপর দুপুরে জব্দকৃত মাদকদ্রব্য সহ আলমগীর মন্ডলকে থানায় সোপর্দ করেন বিজিবি সদস্যরা।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে এবং আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।