চৌগাছা মৎস্য অফিসের অভিযানে ১৮ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস

0
233

নিজস্ব প্রতিনিধি

যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদে অভিযান চালিয়ে প্রায় ৬০ মিটার চায়না দূয়াড়ি কারেন্ট জাল জব্দ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তারা। বুধবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার হাজরাখানা গ্রামে কপোতাক্ষ নদ থেকে এ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।

অভিযান শেষে বেলা আড়াইটার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নিষিদ্ধ এই জাল পরিদর্শন শেষে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।

এই জালের বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ বলেন, বাংলাদেশ মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ সাল অনুযায়ী এই জাল নিষিদ্ধ করা হয়েছে। চারু জাতীয় এই জালের ভিতর মাছ গেলে আর বাইরে বের হয়না। যার ফলে নদীর দেশীয় পোনা জাতীয় মাছ ধ্বংস হয়ে যায়।

অভিযান ও নিষিদ্ধ জাল ধ্বংসকালে আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ক্ষেত্র সহকারী মিজানুর রহমান, হারুন অর রশীদ, সৌভিক রায় প্রমুখ।