ছবির মানুষটি কিন্তু মেসি নয়

0
600

ম্যাগপাই নিউজ ডেক্স : আর্জেন্টিনার ফুটবল অধিনায়ক লিওনেল মেসিকে এক নামে সবাই চেনে। তবে আজ মেসির কথা বতে আসেনি। এসেছি ইরানের ফুটবলপ্রেমী রিজা পেরেস্তেসের কথা বলতে। কারণ ইরানি এই যুবক দেখতে হুবহু মেসির মতো। তাকে দেখে মেসির ‘মেলায় হারিয়ে যাওয়া ভাই’ বলে যে কেউ দাবি করতে পারে।

মেসির মতো দেখতে হওয়ায় ইদানীং বেশ জনপ্রিয়ই হয়ে উঠেছেন ‘ইরানি মেসি’। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও আলোচনার শীর্ষে এই ইরানি মেসি। পেরেস্তেসকে মেসি ভেবে ভুল করাটাও অস্বাভাবিক কিছু না।

একই রকম মুখের আদল। একই রকম বাদামি দাড়ি। এমনকি গায়ের রঙটাও একই।
সম্প্রতি ইরানের মেহের নিউজ এজেন্সির কল্যাণে আলোচনায় এসেছেন পেরেস্তেস। নিউজ এজেন্সির অফিসে গিয়ে কথা বলেছেন তিনি। সেখানেই তিনি জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ইরানের এই যুবক জানালেন,  রাস্তায় বের হলেই ভুল করে মেসি ভেবে লোকজন সেলফি তুলতে এগিয়ে যান তার কাছে। রাস্তায় বের হলে তাকে দেখে অনেকেই দ্বিধায় পড়েন। লোকজন তাকে মেসি মনে করে। মেসির মতো অনুরূপ চেহারা হওয়ার কারণে রাস্তায় নামলেই তার সঙ্গে সেলফি তোলার আবদারও করেন অনেকে। পরে অবশ্য তিনি নিজেই তাদের ভুল ভেঙে দেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here