জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজমের এডিসি আহত

0
478

ম্যাগপাই নিউজ ডেক্স : ঝিনাইদহের মহেশপুরের বজরাপুরের জঙ্গি আস্তানায় আহত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের এডিসি নাজমুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রবিবার সকালে তাকে ঢাকায় পাঠানো হয়।

এদিকে, সদরের লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানা থেকে ৬টি শক্তিশালী গ্রেনেড, ১টি নাইম এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অন্যদিকে, মহেশপুর উপজেলার বজরাপুর হঠাৎপাড়া গ্রামে আরেকটি জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের সদস্যরা। অভিযান চলাকালে ‘আত্মঘাতী’ হামলায় ২ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান।

শনিবার রাত থেকে জঙ্গি আস্তানা সন্দেহে হঠাৎপাড়া গ্রামের জহুরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে রোববার সকাল থেকে সেখানে অভিযান শুরু করে সিসিটিসি ইউনিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here