জন্মনিরোধক ওষুধে বদলে যাচ্ছে মাছের লিঙ্গ

0
531
অনলাইন ছবি।

ম্যাগপাই নিউজ ডেস্ক: রাসায়নিক প্রতিক্রিয়ার কারণে ব্রিটেনে বদলে যাচ্ছে পুরুষ মাছের লিঙ্গ। বিজ্ঞানীরা বলছেন, মিষ্টি পানির পুরুষ মাছগুলোর অন্তত কুড়ি শতাংশের লিঙ্গ আপনা থেকেই বদলে যাচ্ছে। তারা ক্রমেই নারী লিঙ্গের মাছের মতো আচরণ করতে শুরু করেছে।

এ ব্যাপারে বিজ্ঞানীরা জানিয়েছেন, কিছু কিছু পুরুষ মাছ ডিম দিচ্ছে। আবার অনেক পুরুষ মাছের প্রজনন ক্ষমতাও কমে যাচ্ছে। এজন্য দু’শটির বেশি রাসায়নিক পদার্থ দায়ী। তার মধ্যে মানুষের ব্যবহৃত জন্মনিরোধক ওষুধপত্রও আছে।

ব্রিটেনে এক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে মানুষের শরীর থেকে যেসব রাসায়নিক বের হয়ে যাচ্ছে, তা প্রবাহিত হয়ে মিষ্টি পানির মাছগুলোর মধ্যে গিয়ে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য বদলে দিচ্ছে।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here