জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের স্বপ্নের ফাইনালে যশোর, জেলা ক্রীড়া সংস্থার অভিনন্দন

0
455
ম্যাচ সেরার পুরস্কার গ্রহন করছেন যশোর জেলা দলের ইমরানুজ্জামান।

ক্রীড়া প্রতিবেদক : ৩৮ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের স্বপ্নের ফাইনালে উঠেছে যশোর জেলা দল। যশোর ৩৫ তম আসরের চ্যাম্পিয়ন দল। এবারও শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের সাথে আগামী ৩০ নভেম্বর পাবনা ভেন্যুতে ফাইনাল খেলবে যশোর । আজ একই মাঠে নিলফামারী ও মুন্সিগঞ্জ জেলা দল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। এ খেলায় জয়ী দল খেলবে ফাইনালে।
গতকাল রোববার দিনাজপুর ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম সেমিফইনালে যশোর জেলা দল ৫ উইকেটের ব্যবধানে পরাজিত করেছে চট্রগ্রাম জেলা দলকে। সকালে প্রথমে ব্যাট করে চট্রগ্রাম জেলা দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। দলের পক্ষে সদিকুর রহমান ৫৫ , সাব্বির হোসেন ৩৮ , মনিরুল ইসলাম ১৭ ও রতন দাস ১৪ রান করেন। যশোর জেলা দলের তুষার ইমরান ২০ রানে ৩ টি ও অমিত কুমার ২২ রানে ২টি উইকেট পান।
জবাবে, যশোর জেলা দল ৩৯ ওভল ১ বলে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে ইমরানুজ্জামান অপরাজিত ৮০ , তুষার ইমরান ২৭, হাসানুজ্জামান ২৩ ও মোস্তাফিজুর রহমান ১৮ রান করেন। চট্রগাম জেলা দলের ইফতেখার সাজ্জাদ ৩৩ রানে ২ টি উইকেট পান। ম্যাচ সেরা হন যশোর জেলা দলের ইমরানুজ্জামান।
এদিকে, ফাইনালে ওঠায় যশোর জেলা দলকে অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আশরাফ উদ্দিন , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির ও ক্রিকেট পরিষদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here