জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হওয়ায় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধিত হলেন নাবিল আহমেদ

0
208

ডি এইচ দিলসান : প্রখ্যাত ক্রীড়া সংগঠক কাজী নাবিল আহমেদকে ২০১৯ সালের সেরা সংগঠক হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হওয়ায় সংবর্ধনা দিয়েছেন যশোর জেলা ক্রীড়া সংস্থা। শুক্রবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে তাকে ফুল এবং উত্তরিও পরিয়ে সংবর্ধিত করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির। এ সময় তিনি বলেন একজন খেলোয়াড় বা সংগঠক কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়ে থাকেন। ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবার ২০১৩ থেকে ২০২০ সালের জন্য ৮৫ জন সেরা খেলোয়াড় ও সংগঠককে পুরস্কৃত করা হয়েছে। তাদের অন্যতম বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী নাবিল আহমেদ। ২০১৯ সালের সংগঠক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন তিনি।
সংবর্ধিত হয়ে কাজী নাবিল আহমেদ তার অভিব্যাক্তিতে উল্লেখ করেন কাজের স্বীকৃতি হিসেবে আমাকে পুরস্কার প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ রছিন। একই সঙ্গে ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার পেয়ে আমার দায়িত্ব বেড়ে গেলো বলে গেলো।তিনি বলেন ‘আমি অত্যন্ত আনন্দিত। কৃতজ্ঞ সবার কাছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। আবাহনীর সব খেলোয়াড় ও সমর্থকের কাছেও। ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত থাকাটা সার্থক হয়েছে।’এই ক্রীড়া পুরস্কার সামনের দিকে কাজ করতে আরও উদ্দীপনা জোগাবে বলে মনে করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চতুর্থবারের মতো সহ-সভাপতি কাজী নাবিল, ‘এই পুরস্কার আমাকে আরও উদ্দীপনা দেবে। সামনের দিকে আমাদের খেলাধুলাকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য।’তবে দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারে কখনও পুরস্কারের জন্য কাজ করেননি কাজী নাবিল। তার কথায়, ‘আমি ২০০৪ সালে সংগঠক হয়ে আবাহনী লিমিটেডের ফুটবল দল নিয়ে সক্রিয়ভাবে কাজ শুরু করেছি। কোনও সময় কোনও পুরস্কারের কথা চিন্তা করে কাজ করিনি। আমি কাজ করে গেছি খেলার জন্য, ফুটবলের জন্য, খেলার আনন্দের জন্য, উৎকর্ষ সাধনের জন্য। সর্বোপরি দেশের জন্য। আমি পুরস্কার পেয়েছি এর জন্য কৃতজ্ঞ।’
অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি এ জেড এম সালেক, মোকসেদ সফি, শফিয়ার রহমান মল্লিক ও আখিরুজ্জামান সান্টু। উপস্থিত ছিলেন অতিরিক্ত সাধারন সম্পাদক আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, কোষাধাক্ষ সোহেল মাসুদ হাসান টিটোসহ আরো অনেকে।
উল্লেখ্য গত বুধবার (১১ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থেকে নাবিল আহমেদকে জাতয়ি ক্রীড়া পুরস্কার তুলে দেন।
কাজী নাবিল ২০০৪ সাল থেকে সক্রিয়ভাবে ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত। আবাহনীর ফুটবল কমিটিতে আছেন। বাফুফের সহ-সভাপতি ছাড়াও অলিম্পিক অ্যাসোসিয়েশনেও একই পদে রয়েছেন।