জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

0
584

বিশেষ প্রতিনিধি : গতকাল রোববার দুপুর ১২টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাইপপট্টি মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য হিস্যা ও পদ্মা ব্যারেজ নির্মাণ, সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা বন্ধসহ জাতীয় ও জনস্বার্থ বিরোধী সকল সামরিক-বেসামরিক চুক্তি বাতিলের দাবিতে মিছিলোত্তর পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম শামীমুল হক, জেলা সভাপতি আব্দুল হক, জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু প্রমুখ। পথসভায় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরকালে সম্পাদিত চুক্তি ও সমঝোতার মূল বিষয় হচ্ছে- চলমান অর্থনৈতিক মন্দা থেকে পরিত্রান পেতে সামরাজ্যবাদী শক্তিসমূহ বিশ্ব বাজার ও প্রভাব বলয় পুনর্বণ্টন, নিয়ন্ত্রণ ও ধরে রাখার প্রশ্নে আগ্রাসী তৃতীয় বিশ্বযুদ্ধ প্রস্তুতি প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে। এই প্রক্রিয়ায় সা¤্রাজ্যবাদের দালাল ভারতকে সমন্বিত করে এতদ্বাঞ্চলে আমেরিকা তার প্রাধান্য ধরে রাখার পরিকল্পনা কার্যকরি করতে চায়। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থল সংযোগ সেতু এবং প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের সংযোগকারী মালাক্কা প্রণালী সংলগ্ন বঙ্গপোসাগরীয় দেশ হিসেবে বাংলাদেশের ভূ-রাজনৈতিক ও রণনীতিগতভাবে গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একই কারণে রাশিয়া-চীনও তার অবস্থান সৃষ্টি করতে তৎপর। ভারতের সাথে সম্পাদিত চুক্তির মধ্যে সে দেশের শাসক-শোষকগোষ্ঠির কিছু সুযোগ-সুবিধার দিক থাকলে মুল বিষয় হচ্ছে সা¤্রাজ্যবাদী আগাসীযুদ্ধের সাথে বাংলাদেশকে সম্পৃক্ত করার বিপদের বিষয়। ১৯৭২ সাথে ভারতে রুশ সামাজিক সা¤্রাজ্যবাদের প্রভাব থাকায় প্রতিপক্ষ আমেরিকাকে মোকাবেলায় ভারতকে সামনে রেখে বাংলাদেশ-ভারতের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here