জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ যশোরে প্রশাসনিক কর্মকর্তাকে দূর্নীতির অভিযোগে বদলি

0
606

বিশেষ প্রতিনিধি : জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ যশোর অফিসের মহার্দুনীতিবাজ প্রশাসনিক কর্মকর্তা তাসলিমাজান্নাত আরজু অবশেষে বদলি হয়েছেন। তাসলিমা জান্নাত আরজুর স্থলে যোগদান করেছেন রুহুল আমিন। রুহুল আমিন এর আগে খুলনায় কর্মরত ছিলেন। ২৬ অক্টোবর রুহুল আমিন যশোর অফিসে যোগদান করেন। অপরদিকে, তাসলিমা জান্নাত আরজুকে ঢাকা সেগুন বাগিচা তত্তাবধায়ক প্রকৌশলী সমন্বয় ও উন্নয়নের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ উপ-পরিচালকের (প্রশাসনওপ্রশিক্ষন) কার্যালয়ের ২৫.৩৮.০০০০.৩০২.১৯.০০২.১৭ নং স্বারকের আদেশে তাসলিমাকে গত ১৭ অক্টোবর তত্তাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে বদলি করা হয়। তাসলিমা জান্নাত আরজু যশোরে কর্মরত থাকা কালে বাড়ির মালিকারা তার কাছে জিম্মি হয়ে পড়ে। চাহিদা অনুযায়ি টাকা না দিলে তাসলিমা বাড়ির মালিকদের কাজ করে দিতেন না। দিনের পর দিন তাদেরকে হয়রানি করতেন। এসব বিষয়ে তাসলিমার বিরুদ্ধে পত্রপত্রিকায় বেশ কয়েকটি তথ্য ভিত্তিক দুর্নীতির রিপোর্ট প্রকাশ হয়। খুলনার নির্বাহী প্রকৌশলী মঈনুল হককেও তাসলিমার বিষয়ে অবহিত করা হয়। এরপর টনকনড়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here