জামিনে ছাড়া পেলেন বিনয় মল্লিক

0
392

নিজস্ব প্রতিবেদক : বিনয়কৃষ্ণ মল্লিকের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। সন্ধ্যা ৬টার কিছু সময় আগে তিনি নরসিংদীর আদালত থেকে জামিনে ছাড়া পান।
রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার সরোয়ার হোসেন জানান, বিনয় মল্লিককে শিবপুর থানায় রুজু করা একটি মামলার আসামি হিসেবে মঙ্গলবার বিকেলে নরসিংদীর আদালতে হাজির করে পুলিশ। সেখানে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) প্যানেল আইনজীবী অ্যাডভোকেট শিরিন আক্তার আসামি বিনয় মল্লিকের জামিনের আবেদন করেন।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চন্দনকুমার নাথ জামিন আবেদন মঞ্জুর করলে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে মুক্তি পান বিনয় মল্লিক।
‘মুক্তি পাওয়ার পর পরই বিনয় মল্লিক যশোরের উদ্দেশে রওনা দিয়েছেন। আগামীকাল বুধবার সকাল নাগাদ তিনি যশোর পৌঁছুবেন বলে আশা করা হচ্ছে’, সুবর্ণভূমিকে বলছিলেন সরোয়ার।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় শহরের নিজ বাসভবন থেকে সাদা পোশাকের পুলিশ গ্রেফতার করে রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিককে। প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি ও দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক বিনয় মল্লিকের মুক্তি দাবিতে সোমবার রাত থেকে আন্দোলনে রয়েছেন যশোরের সাংবাদিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here