ঝাঁপা বাওড় ইজারা সংক্রান্ত আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের পেক্ষিতে বাওড়ের সকল কার্যকারিতা স্থগিত করেছেন ভুমি আপিল বোর্ড

0
412

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুর উপজেলার ”ঝাঁপা বাওড়” জলমহলের ইজারা সংক্রান্ত আদেশের বিরুদ্ধে ঝাঁপা মৎসজীবি সমবায় সমিতি লিমিটেড আপিল আবেদন করাই ভুমি আপিল বোর্ড, ঢাকা বাওড়ের সকল কার্যকারিতা স্থগিত করেছেন। আপিল আবেদন ও আদেশ অনুলিপিতে জানা যায়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খুলনা কর্তৃক ঝাঁপা বাওড় জলমহল ১৪২৪ থেকে ১৪২৬ বাংলা সন পর্যন্ত সোনার বাংলা মৎসজীবি সমবায় সমিতির সভাপতি শ্যামল বিশ্বাস বরাবর ইজারা প্রদান করেন। এদিকে ঝাঁপা বাওড় ইজারা সংক্রান্ত মিস আপিল ৬২/২০১৭ নম্বর মামলার প্রদত্ত তর্কিত ১৫-০৫-২০১৭ ইং তারিখে আদেশের বিরুদ্ধে ঝাঁপা মৎস জীবি সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি অর্জুন বিশ্বাস ভুমি আপিল বোর্ড, ঢাকা বরাবর মিস আপিল আবেদন করেন। যার মামলা নম্বর ৪-৭৯/২০১৭ (জম:) আপিল,যশোর। ২৩মে আবেদনকারীর পক্ষে তর্কিত আদেশ কৌশলীর সামনে উপস্থাপন করেন ও নথিপত্র দেখান। কৌশলী আবেদনটি শুনানির জন্য গ্রহন করেন ও আগামী ৭-৬-২০১৭ ইং তারিখ শুনানির দিন ধার্য করেন।এবং বিভাগীয় কমিশনার (রাজস্ব) খুলনাকে ইজারা সংক্রান্ত নথিপত্র উক্ত দিনের পূর্বেই অত্র বোর্ডে প্রেরন করার জন্য নির্দেশ দেন। একই সাথে নিম্ম আদালতে নথিপত্র তলব করার জন্য আদেশ করেন ও প্রতিপক্ষকে নোটিশ দেওয়ার কথা উল্লেখ করেন এবং তর্কিত আদেশের কার্যকারিতা স্থগিতের আদেশ প্রদান করেন। উক্ত আদেশে ভুমি আপিল বোডর্, ঢাকা এর সদস্য-১ এনডিসি ড. কবির মো: আশরাফ আলম ও শাখা প্রধান( সিনিয়র সহকারী সচিব) মাহাবুবুল আহসান স্বাক্ষরিত অনুলিপি প্রেরন করা হয়েছে অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) খুলনা, জেলা প্রশাসক যশোর, উপজেলা নির্বাহী অফিসার,মণিরামপুর, আবেদনকারী মেসার্স ঝাঁপা মৎস জীবি সমবায় সমিতি ও প্রতিপক্ষ সোনার বাংলা মৎসজীবি সমবায় সমিতির নিকট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here