ঝিকরগাছার কৃষক বোরোইরি চাষে ব্যস্ত

0
1325

এম আর মাসুদ : যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষকরা বোরোইরি ধান চাষে ব্যস্ত হয়ে পড়েছে। চলতি বছর রোপা আমন ধানে কাঙ্খিত দাম পাওয়ায় কৃষকরা বোরোইরি চাষে অন্য বারের চেয়ে এবার বেশি আগ্রহী হয়েছে। কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কৃষক মাঠে বোরো ক্ষেত তৈরী, বীজ রোপণসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন।
ঝিকরগাছা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রমতে, চলতি বছর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভায় বোরোইরি ধানের লক্ষমাত্রা ধরা হয়েছে ১৬ হাজার ৮ শ হেক্টর জমি। যার মধ্যে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ১৬ শ হেক্টর ও ৮ শ হেক্টর জমিতে হাইব্রিট জাতের ধান চাষ হবে। গত বছর লক্ষমাত্রা ছিল ১৬ হাজার ৪৫০ হেক্টর জমি। চাষ হয়েছিল ১৬ হাজার ৮ শ হেক্টর জমিতে। গতকাল পর্যন্ত এ উপজেলায় ২ শ হেক্টর জমিতে বোরোইরি রোপণ করা হয়েছে। এবছর আমন ধানে দাম পাওয়ায় কৃষকরা বোরোইরি চাষে আগ্রহ বেশি দেখা যাচ্ছে। সরেজমিনে কথা হয় উপজেলার বল্লা গ্রামের কৃষক শুকচান আলীর সাথে। তিনি ইতোমধ্যে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান ১০ বিঘা জমিতে রোপণ করেছেন। আরো কয়েক বিঘা জমিতে বোরা ধানের চাষ করবেন। একই গ্রামের ইজাহারুল ইসলাম জানান, আমন ধানের দাম সন্তোষ জনক হওয়ায় তিনি এবছর গত বারের চেয়ে ৫ বিঘা বেশি জমিতে বোরোইরি ধান চাষ করবেন। তিনি ইতোমধ্যে চারা রোপণের জন্য ১৫ বিঘা জমি প্রস্তুত করেছেন। ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিপংকর দাস এবছর ঝিকরগাছায় বোরোইরি ধান চাষ লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন। এবছর ধানের দাম বেশি হওয়ায় ও অনুকুল আবহাওয়ায় বীজতলা নষ্ট না হওয়ায় এ উপজেলাতে ২০ হাজার হেক্টর জমিতে বোরোইরি চাষের সম্ভাবনা ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here