ঝিকরগাছার বকুলিয়া গ্রামের জনগণের স্বপ্ন উপেক্ষিত!আজও হয়নি কাচা রাস্তাটি পাকাকরণ।হতাশ গ্রামবাসী

0
452

আরিফুজ্জামান আরিফ: ঝিকরগাছার বকুলিয়া গ্রামের জনগণের স্বপ্ন উপেক্ষিত!আজও হয়নি গ্রামের এএকমাত্র কাচা রাস্তাটি পাকা।জনদূর্ভোগ চরম সীমায় পৌছেছে।

নির্বাচন আসলে নানা বুলির ফুলঝুরির স্বপ্নে দুচোখ ভরা স্বপ্ন নিয়ে চেয়ে থাকে বকুলিয়ার জনগণ। এবার বুঝি তাদের কাচা রাস্তাটি পাকাকরনের কাজ শুরু হবে।কিন্তু স্বপ্ন বাস্তবায়নে কোন উদ্দোগ আজও দেখা মেলেনি।হতাশারর জালে বন্দী গ্রামবাসী।

ঝিকরগাছা থানার শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রাম সহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি।গ্রামের জনগণের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন কাচা রাস্তাটি আজও কাচায় রয়ে গেছে।
সম্প্রতি সরোজমিনে এ রাস্তায় গিয়ে দেখা গেছে,সামান্য বৃষ্টি হলেই রাস্তায় প্রচুর কাদার সৃষ্টি হয় যেটা সম্পূর্ণ হেটে চলারও অনুপোযোগী। রাস্তাটির মাঝে মর্ধে বড় বড় গর্ত হয়ে বৃষ্টির পানি জমে খানাখন্দে পরিণত হয়েছে।প্রতিদিন হাজার হাজার জনগনন, স্কুল কলেজ গামী শত শত ছাত্র ছাত্রী ও শত শত যানবাহন চলাচল করে। এবং বাগআঁচড়া বাজার সহ বিভিন্ন এলাকায় চলাচল করে থাকে। এছাড়া গ্রামে বকুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টির লেখাপড়ার মান ভাল হওয়ায় আশেপাশের গ্রাম থেকে অনেক ছাত্রছাত্রী ভর্তি হয়ে এই রাস্তাদিয়ে বকুলিয়া গ্রামে চলাচল করে।
বর্ষা মৌসুম এলে হাটু কাদায় নিমজ্জিত এ রাস্তাটি চলাচলের জন্য কতটা উপযোগী সেটা চলাচলকারী একমাত্র ভুক্তভোগী ছাড়া অন্যকেউ বুঝতে পারেনা।হাটু কাদা মাড়িয়ে তাদের গন্তব্যে যাতায়াত করে সীমাহীন কষ্ট বুকে নিয়ে।

এমতাবস্হায় বকুলিয়া গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের চলাচলকারী জনগণের বকুলিয়া গ্রামের একমাত্র কাচা রাস্তাটি পাকাকরনে আজ গণদাবীতে পরিণত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here