ঝিকরগাছার রঘুনাথনগর কলেজে বিশেষ অনুষ্ঠান ‘নিজেকে জানো’

0
922

এম আর মাসুদ, যশোর: যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথনগর পয়মল শাহ পাবলিক লাইব্রেরী স্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থীদের অংশগ্রহনে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘নিজেকে জানো’ নামে ব্যতিক্রম আরেকটি অনুষ্ঠান করেছে। বুয়েট, মেডিকেল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের এই অনুষ্ঠানটি সহায়ক ভূমিকা পালন করবে বলে অনুষ্ঠানে অংশ নেওয়া তন্নি খাতুন জানান। সে রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়য়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী। তার শ্রেণি রোল এক। শনিবার সকালে রঘুনাথনগর কলেজের হলরুমে ব্যতিক্রম ‘নিজেকে জানো’ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাবের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ব্যাংকার হুমায়ুন কবির, ব্যাংকার শরিফুল ইসলাম, কলেজের সহকারি অধ্যপক মোসলেম উদ্দীন, প্রভাষক সোহরাব হোসেন, প্রভাষক ইমাম হোসাইন, রঘুনাথনগর হাইস্কুলের প্রধান শিক্ষক এস এম হাসানুল বান্না, সাংবাদিক এম আর মাসুদ, মাস্টার রেজাউল করিম প্রমূখ। অনুষ্টান শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন পয়মল শাহ পাবলিক লাইব্রেরীর সভাপতি মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠানে বুয়েট, মেডিকেল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের করণীয় এবং যোগ্যতা বিন্যাস করে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান ইমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ফয়সাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের আতাউর রহমান ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী সাজ্জাদুজ্জামান সানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here