ঝিকরগাছায় ফুলকপি প্রদর্শনীর শস্য কর্তন ও মাঠ দিবস

0
532

ভ্রাম্যমাণ প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় ফুলকপি প্রদর্শন প্লটের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সবজি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ (এভিপিআই) প্রকল্পের আইএফডিসির অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার উপজেলার বোধখানা বেলেমাঠ পাড়ায় এই শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাইয়েদা নাসরিন জাহান। বিশেষ অতিথি ছিলেন কৃষিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত আলী হোসেন, উপ সহকারি কৃষি অফিসার আইয়ুব হোসেন ও আইএফডিসির এভিপিআই প্রকল্পের কো-অর্ডিনেটর মীর আব্দুল মান্নান। স্থানীয় সিআইজি সমিতির সভাপতি শারাফাত উল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন আইএফডিসির এভিপিআই প্রকল্পের জুনিয়র হর্টিকালচারিস্ট বদিউজ্জামান, প্রদর্শনী প্লটের চাষী তানিয়া খাতুন, প্রকল্পের এফও শরিফুল আলম মনি প্রমূখ। প্রদর্শনী প্লটে গুড়া ইউরিয়া ব্যবহৃত অংশের চেয়ে গুটি ইউরিয়া ব্যবহার অংশে বিঘায় ২৭০ কেজি ফুলকপির ফলন বেশি হয়েছে। অনুষ্ঠানে কুইজ বিজয়ী কৃষাণী চামেলী বেগম ও তহুরা বেগমকে পুরস্কার প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here