ঝিকরগাছায় বাস্তহারালীগ নেতা খুনের ঘটনায় মামলা ॥ আটক ১

0
431

ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় উপজেলা বাস্তহারালীগের সভাপতি ফিরোজ আহম্মেদ (৩৫) খুনের ঘটনায় মামলা হয়েছে। সোমবার দুপুরে নিহতের মা আছিয়া বেগম বাদী হয়ে ঝিকরগাছা থানায় তিন জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ২৮। এ ঘটনায় প্রাথমিক জিঙ্গাসাবাদের জন্য ওই রাতে আটক ফিরোজ আহম্মেদের কথিত প্রেমিকা পারুল বেগমও (৩৭) আসামী হয়েছে। এবং পারুল বেগমের এইচএসসি পড়–য়া ছেলে আরাফাত হোসেন অন্তর ঘটনার পর পালিয়েছে। পরকীয়া প্রেমের জেরধরে ঘটনাটি রোবাবার রাতে উপজেলার বারবাকপুর গ্রামে
ঘটেছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানিয়েছেন, বারবারপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোশারেফ হোসেন মুসার স্ত্রী পারুল বেগমের সাথে একই গ্রামের পঞ্চনগর পাড়ার মৃত-হেমায়েত আলী ছেলে ফিরোজ আহম্মেদ এর অবৈধ সম্পর্ক ছিল। অবৈধ সম্পর্কের জের ধরে রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফিরোজ আহম্মেদ প্রবাসীর স্ত্রী পারুল বেগমের বাড়ির ছাদে অনৈতিক কাজে লিপ্ত হয়। এসময় পারুল বেগমের ছেলে আরাফাত হোসেন অন্তর ঘটনা জানতে পেরে ধারালো বটি দিয়ে ফিরোজ আহম্মেদকে এলোপাতাড়ী কুপিয়ে মারাত্বক জখম করে। স্থানীয়রা তাকে মূমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here