ঝিকরগাছায় মাদক ও জঙ্গী বিরোধী গণমিছিল সমাবেশ

0
481

ভ্রাম্যমাণ প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় মাদক ও জঙ্গী বিরোধী গণমিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা পুলিশ সুপারের আদলে জেলাকে মাদক মুক্ত ঘোষণার ১০০ দিনের কর্মসূচির প্রত্যয় নিয়ে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সকাল ১০ টা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, সামাজিক সংগঠন, পেশাজীবি সংগঠন সহ সকল শ্রেণি পেশার মানুষ এতে সামিল হয়। পরে বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আনিসুর রহমান (পিপিএম-বিপিএম)। থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ্ মাসুদ করিমের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওলিয়ার রহমান, সাবেক উপজেলা চেয়্যারম্যান রশিদুর রহমান রশিদ, উপজেলা ইমাম পরিষদ সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী। পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ইতোমধ্যে জেলার সমস্ত মাদকসেবী, মাদক বিক্রেতা, মাদক কারবারীদের সহায়তাকারী এবং আড়ালে থেকে যারা মাদক ব্যবসার পৃষ্টপোষকতা করেন তাদের তালিকা পুলিশের কাছে এসেছে। যাচাই বাচাই শেষে সকল থানা ও প্রেসক্লাবে তালিকা টাঙ্গিয়ে দেওয়া হবে। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন মাদকের সাথে সংশ্লিষ্ঠ রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, পুলিশ যেই হোক কেউ রেহাই পাবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here