ঝিকরগাছায় সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ফাঁটল

0
687

ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছার পল্লীতে একটি সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ফাঁটলের অভিযোগ পাওয়া গেছে। ফাঁটল ঢাকতে ইতোমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানের নিয়োজিত নির্মাণ শ্রমিকরা তড়িঘড়ি করে প্লাস্টার করে ঢেকে দিয়েছে। উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বল্লা-কানাইরালী সংযোগ সড়কের টেপির বাওড়ে উত্তর পাশে ত্রাণ ও পূণর্বাসন মন্ত্রাণলয়ের অধীনে ২৪ লাখ ৬৮ হাজার ৯ শ’ ১৫ টাকার প্রাক্কলিত ব্যয়ে ৩০ ফুট দৈর্ঘ্যরে এই সেতুর নির্মাণ কাজ মাস খানেক আগে শুরু হয়েছিল। সেতুটি যশোরের ঠিকাদারী প্রতিষ্ঠান শামিন এন্টারপ্রাইজ নির্মাণ করছে। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সেতুর উইন ওয়ালের তিন স্থানে ফাঁটল দেখা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গত মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে সেতু নির্মাণ প্রকল্পের কোনো সাইনবোর্ড চোখে পড়েনি। দেখা গেছে ফাঁটলের স্থানে প্লাস্টার করা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্মাণ শ্রমিক জানিয়েছেন, উইন ওয়ালে ফাঁটল দেখা দেওয়ায় প্লাস্টার করে ঢেকে দেওয়া হয়েছে। ওই এলাকার বাসিন্দা সেলিম রেজা নামে একজন দাবি করেছেন কাজ মানসম্মত না হওয়ায় ফাঁটল দেখা দিয়েছে। ওইদিন সন্ধ্যায় ওই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার হামিদা খাতুন এই প্রতিনিধিকে জানিয়েছেন সেতুতে ফাঁটল দেখা দেওয়ায় মনটা খারাপ হয়ে গেছে। তিনিও নির্মাণ কাজ মানসম্মত নয় বলে দাবি করেন। তবে এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাসরিন সুলতানা কাজ মানসম্মত না হওয়ার বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি সেতুতে কোনো ফাঁটলও হয়নি বলে দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here