ঝিনাইদহের নেবুতলা এলাকার ভালো ছেলে শামিম এখন জঙ্গি

0
494

মোঃ জাহিদুর রহমান তারিক : সম্প্রতি ঝিনাইদহের সদর উপজেলার নেবুতলা গ্রামের মৃত শরাফত হোসেনের বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এরপর বৃহস্পতিবার (৪ মে) সকালে মৃত শরাফত হোসেনের দুই ছেলে শামীম (২২), হাসান (৩৫) ও তাদের এক বন্ধুকে আটক করে নিয়ে যায় পুলিশ। বন্ধুটির নাম-পরিচয় পাওয়া যায়নি। ওই বন্ধু প্রায় ৭ মাস আগে এসে তাদের বাড়িতেই থাকতো। গ্রামবাসীর সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা গেছে। গ্রামের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, শামীম ও হাসান যে জঙ্গি তা পুলিশের অভিযানের মধ্যে দিয়ে তারা বুঝতে পেরেছেন। গ্রামের সব চেয়ে ভদ্র, নরম স্বভাবের ছেলে ছিল তারা। মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিল শামীম। তাকে অনুকরণ করে চলাফেরার চেষ্টা করতো গ্রামের অনেকেই। শামীম ও হাসান যে জঙ্গি এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না গ্রামবাসী।

নেবুতলা গ্রামের হায়দার আলী জানান, মৃত শরাফত আলী প্রায় ২০ বছর আগে সদর উপজেলার কামারকুন্ডু এলাকা থেকে নেবুতলায় এসে বসবাস শুরু করেন। প্রায় ১০ বছর আগে মারা যান শরাফত হোসেন। শরাফত হোসেনের বড় ছেলে হাসান রাজমিস্ত্রির কাজ করেন। আর ছোট ছেলে শামীম ঝিনাইদহ পলিটেকনিকে পড়াশোনা করেন। তিনি আরো জানান, শরাফত হোসেনের দুই ছেলেই নামাজ পড়তো। তাদের দু’জনকে কখনো কোন আড্ডা দেওয়া দেখিনি। এলাকায় তারা ভালো ছেলে হিসেবে পরিচত। জসিম উদ্দিন নামের একজন জানান, শরাফত হোসেনের দুই ছেলে যে জঙ্গিবাদে জড়িত এটা পুলিশের অভিযান দেখেই টের পেলাম। এর আগে এমন কোনো কার্যক্রম দেখিনি। শরাফত হোসেনের ছোট ছেলে শামীম অনেক মেধাবী ছেলে। পড়ালেখায় সে অনেক ভালো। আর বাবা শরাফত মারা যাওয়ার পর বড় ছেলে হাসান রাজমিস্ত্রির কাজ করে সংসারের হাল ধরেন।

লিপি খাতুন নামের এক নারী জানান, পুলিশ এসে গরু-ছাগল নিয়ে বাইরে চলে যেতে বলেছে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেন বাড়িতে না আসি সেটা বলেছে। মতলেব মন্ডল নামের এক বৃদ্ধ বলেন, ‘শামীম ও হাসানকে খুবই শান্ত ও ভদ্র ছেলে হিসেবে চিনতাম। আজই বুঝতে পেরেছি ওরা জঙ্গি। এ ছাড়া এর আগে কখনো বুঝিনি।’

খুলনা রেঞ্জ ডিআইজি মো. দিদার আহমেদ রোববার দুপুরে মহেশপুরের বজরাপুর গ্রামের জঙ্গি আস্তানা পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন, বজরাপুরের আস্তানায় আত্মঘাতী হামলায় দুই জঙ্গি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এডিসি নাজমুল ইসলাম, এসআই মুজিবুরর রহমান ও ডিএসবির এসআই মহসীন। এরপর রাতে ওই আস্তানার অভিযান সমান্ত ঘোষণা করেন তিনি। ডিআইজি মো. দিদার আহমেদ আরো জানান, সদর উপজেলার নেবুতলা গ্রামে অভিযান চালিয়ে ৮টি বোমা, ১টি নাইন এমএম পিস্তল ও ৬টি গ্রেনেড পাওয়া গেছে। সোমবার সকাল থেকে সদর উপজেলার নেবুতলায় আবারো অভিযান চালানো হবে।

এর আগে ২২ এপ্রিল ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনেপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। অভিযানের নাম ছিল ‘অপারেশন সাউথ প’ বা দক্ষিণের থাবা। প্রায় ৪ ঘণ্টা ৪৫ মিনিটের অভিযানে ওই জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক তৈরি রাসায়নিক ভর্তি ২০টি ড্রাম, একটি সেভেন পয়েন্ট সিক্স বোরের পিস্তল, একটা ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাঁচটি বোমা নিষ্ক্রিয় করা হয়। অপারেশন ‘সাউথ প’সমাপ্ত ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ জানান, বাড়িটিকে জঙ্গিদের বোমা তৈরির কারখানা বলা যেতে পারে। এ বাড়িতে তিন-চার জন জঙ্গি ছিল। তারা আগেই পালিয়ে গেছে। বাড়িটিতে জঙ্গি সংগঠনগুলোর বিভাগীয় পর্যায়ের লোকজন আসা যাওয়া করত বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here