ঝিনাইদহের ৩৪১টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

0
514

নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ : স্কুলজীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রচর্চার অভ্যাসসহ সাতটি সুনির্দিষ্ট লক্ষ্য ও মূল্যবোধ গড়ে তোলার লক্ষে ঝিনাইদহের ৩৪১টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে।

প্রার্থী মনোনয়ন, নির্বাচন পরিচালনা, ভোট গ্রহণ ও ফল ঘোষণার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে শিক্ষার্থীরা। বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে ছাত্র-ছাত্রীরা ভোট প্রদান করছে। শহরের ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট প্রদান করেছে। নির্বাচনে ভোট দিতে পেরে ভীষণ খুশি হলিধানী গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তামান্না পারভীন।

প্রধান শিক্ষক আবদুল খালেক জানান, নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনাবোধ জাগ্রত হবে। তারা ভবিষ্যতে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন জানান, জেলার ২৫৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮৬টি মাদরাসায় একযোগে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের মানসিকতা বিকশিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here