ঝিনাইদহে পানি উন্নয়ন বোডের্র কলোনী থেকে হরিজন সম্প্রদায়কে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

0
465

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ভূমিহীন ও গৃহহীন বসবাসরত হরিজন সম্প্রদায়কে পূন:র্বাসন না করে, স্থাপনা থেকে অপসারন স্থগিত রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন জেলা শাখার আয়োজনে আজ দুপুর ১২ টার দিকে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের মহাসচিব রম্ভুনাথ বাসফোর, সাধারন সম্পাদক একরামুল হক লিকু, জেলা সাধারন সম্পাদক দর্পন সহ হরিজন সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জেলা প্রশাসকের মাধ্যমে অনৈতিকভাবে দীর্ঘদিন বোর্ডের ভিতরে বসবাসরত হরিজন সম্প্রদায়ের মানুষকে উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এটা কোনভাবেই মেনে নেওয়া হবে না। প্রথমে পুনর্বাসন করে তারপর পানি উন্নয়ন বোর্ডে বসবাস রতদের অপসারন করতে হবে। অন্যথায় আরো কঠোর আন্দোলন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here