ঝিনাইদহে শেষ হয়েছে ৩ দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড

0
529
All-focus

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মুল শক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শেষ হয়েছে ৩ দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড। বৃহস্পতিবার বিকেলে সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এনএম শাহজালাল, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি জেলা শিক্ষা অফিসার তাসলিমা খাতুন, অনুষ্ঠানের সমন্বয়ক ও জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ, এ কে এম ফয়সানুল কবির। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ৩ দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড এ অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে সেরা স্টলগুলোকে পুরুস্কৃত করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় গত ২৫ এপ্রিল এ মেলার উদ্বোধন করা হয়। এতে ৩৭ টি প্রকল্পের মধ্যে ৩ টি ক্যাটাগরিতে ১৮ টি বিদ্যালয়, ৪ টি কলেজ ও ৬ টি ক্লাবের প্রায় অর্ধশত শিক্ষার্থী স্টল প্রদর্শণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here