টানা ৪দিন পর পুনরায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সচল

0
582

ডিএম কামরুল ইসলাম সাতক্ষীরা : খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যহারের কারনে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে টানা ৪দিন পর পুনরায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সচল হয়েছে। আর এ ধর্মঘটে গত চার দিনে ভোমরা বন্দরে রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। ব্যাবসায়িদের ক্ষতি হয়েছে প্রায় পাঁচ শ কোটি টাকা। সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরের আমদানিকৃত দেড় শতাধিক কাঁচামাল ভর্তি ট্রাকসহ পাঁচ শতাধিক বিভিন্ন পন্যবাহী ট্রাক আটকা থাকার পর অবশেষে গতকাল সচল হওয়ায় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এতে বন্দরের আমদানিকৃত কয়েক কোটি টাকার আমদানি পণ্য নষ্ট হওয়ার উপক্রম ধেকে রক্ষা পেল । সাতক্ষীরা ভোমরাস্থল বন্দরের যুগ্ম কমিশনার কাজি ফরিদ উদ্দিন জানান, পরিবহন ধর্মঘটের কারণে গত চার দিনে ভোমরা বন্দরে প্রায় পাঁচ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। ভেমরা সিএন্ডএফের এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here