ডিজিটাল বাংলাদেশ গড়তে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে – জনপ্রশাসন প্রতিমন্ত্রী

0
468

শেখ শাহীন, কেশবপুব (যশোর) : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার। তারই অংশ হিসেবে ২০১৭ সালের মধ্যে কেশবপুরের শতভাগ বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাবে। অচিরেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। এই বিদ্যুৎ কাজে লাগিয়েই বাংলার মানুষ একদিন তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে । বৃহষ্পতিবার বিকেলে বাউশলা ঈদগাহ মাঠে বাউশলা গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি ।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি- ২ এর কেশবপুর জোনাল অফিসের ডিজিএম ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহসভাপতি সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও আব্দুল লতিফ রানা, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক ও সোহরাব হোসেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রওশন আলী, হাশেম আলী প্রমুখ। পল্লী বিদ্যুৎ কেশবপুর জোনাল অফিস সুত্রে জানা গেছে, বাউশলা পুর্ব পাড়ায় ২৫০ পরিবারে নতুন সংযোগ দিতে ২৯ লাখ ১৭ হাজার ৩৫০ টাকা ব্যয়ে ২ দশমিক ১৬১ কিলোমিটার সংযোগ লাইন নির্মাণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here