ঢাকার বাজার রাঙাচ্ছে মাগুরা’র জারবেরা

0
830

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার বাজার রাঙাতে মাগুরা’র জারবেরা। মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের আব্দুল আজিজ। প্রতি মাসে তিনি প্রায় লাখ টাকার ফুল বিক্রি করছেন। আজিজের সাফল্য এলাকায় সাড়া ফেলেছে। অনেকেই লাভজনক এই ফুলের চাষে আগ্রহ দেখাচ্ছেন।

আজিজ জানান, দুই একর জমিতে চার বছর আগে তিনি জারবেরা ফুল চাষ শুরু করেন। ভারত থেকে আনা এ ফুলের চারা প্রথমে তিনি বেনাপোল থেকে সংগ্রহ করেন। প্রতিটি ৮০ থেকে ৯০ টাকা দরে কেনা চারা তিনি পর্যায়ক্রমে দুই একর জমিতে ১০টি শেডে রোপণ করেন। বর্তমানে লাল, সাদা, হলুদ, গোলাপি, খয়েরিসহ ১৮ রংয়ের ফুল রয়েছে। ৫ বছর ধরে তিনি স্থানীয় বাজারসহ ঢাকার বাজারে জারবেরা সরবরাহ করে আসছেন। জমি থেকে প্রতিটি ফুল ৮-১০ টাকায় বিক্রি করেন।

এ ফুলের ব্যাপক চাহিদা থাকায় এলাকার অনেকেই আজিজের জারবেরা বাগানে ছুটে আসছেন। নিজেরা চাষের আগ্রহ দেখাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here