তদন্ত রিপোর্ট দাখিলের জন্য আবারো সময় মঞ্জুর

0
362

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি

ঢাকা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে পুনরায় সময় পেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

এ সংক্রান্ত সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৭ জুলাই প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করে দেন ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব।

এর আগে প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তাকে চারবার সময় দেয় আদালত। সেই হিসাবে গতকাল মঙ্গলবার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। গত ৭ মে এই সময় দেয় আদালত; কিন্তু প্রতিবেদন দাখিল না করে আবারো সময় চান তদন্ত কর্মকর্তা।

গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি ‘বি’ নাট ঢিলা থাকায় ওই বিপত্তি ঘটে।

এ ঘটনায় গঠন করা হয় তদন্ত কমিটি। ওই তদন্তের ভিত্তিতে বিমানের নয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এরপরই গত ২০ ডিসেম্বর ওই ঘটনায় মামলা দায়ের করে বিমান কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here