তামিমের অর্ধশতকে এগুচ্ছে বাংলাদেশ

0
504

নিজস্ব প্রতিবেদক : ডাবলিনের মালাহাইডে ত্রি-দেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন ওপেনার তামিম ইকবাল ও মিডিল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। ইতোমধ্যে ক্যারিয়ারের ৩৫তম অর্ধশতক তুলে নিয়েছেন তামিম ইকবাল।

এর আগে টস জিতে আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে শুরুতেই পিটার চেজের বলে বাংলাদেশের দুই তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার ও সাব্বির রহমান বিদায় নেন। এতে চাপে পড়ে টাইগাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫১ রান করেছে বাংলাদেশ। ৬১ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন তামিম ইকবাল। মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত আছেন ৪০ রানে।

এর আগে দলীয় ৮ রানেই পিটার চেজের বলে উইকেট বিলিয়ে দেন ওপেনার সৌম্য সরকার (৫)। একই বোলারের পরের ওভারে ক্যাচ দিয়ে কোনো রান না করে বিদায় নেন সাব্বির রহমান।

এরপর বিপর্যয় সামলে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার ইঙ্গিত দিয়েও ব্যর্থ হন মুশফিকুর রহীম। ব্যক্তিগত ১৩ রানে ব্যারি ম্যাককার্থির বলে বিদায় নেন তিনি।

স্লো ওভার রেটিংয়ের কারণে ত্রি-দেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফলে এ ম্যাচে নেতৃত্ব পাওয়া সাকিব আল হাসানও সামনে থেকে নেতৃত্ব দিতে পারলেন না। দলকে ৭০ রানে রেখে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন তিনি। আটক হওয়ার আগে ১৬ বলে ১৪ রান করেন সাকিব।

এবারের ত্রি-দেশীয় সিরিজে আয়ারল্যান্ড ও বাংলাদেশ ছাড়াও রয়েছে শক্তিশালী নিউজিল্যান্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here