তালায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক পুরস্কৃত

0
496

পাটকেলঘাটা প্রতিনিধি:সাতক্ষীরার তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ এর শ্রেষ্ঠত্ব অর্জনে বিভিন্ন স্তরে কয়েকটি সেরা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষককে পুরস্কৃত করা হয়েছে। গতকাল সোমবার (৬ মার্চ) বিকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন তাঁর অফিস কার্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষককে ক্রেস্ট এবং সনদপত্র বিতরণ করেন। এসময় কলেজ পর্যায়ে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, শ্রেষ্ট স্কুল সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ, মাদ্রাসা পর্যায়ে কাশিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার, স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মহিলা) বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা পারভীন সেজুতি, স্কুল পর্যায়ে সুভাষিনী হাজী মেহেরুল্লাহ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলী হায়দার এবং স্কুল পর্যায় যৌথভাবে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক কুমিরা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএম আব্দুল্লাহ আল মাসুদ ও কাশিপুর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিহির কুমার বিশ^াস। এছাড়া মাদ্রাসা পর্যায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সারসা বাহারুল উলুম দাখিল মাদ্রাসার সহঃ সুপার মোঃ মশিউর রহমান। ক্রেস্ট এবং সনদপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান,শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় ও সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের পরিচালনা পর্ষদের সভাপতি উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসের এ্যাকাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাশ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনন্দ মোহন হালদার, সাধারণ সম্পাদক মুকুন্দ রায়, কলেজ শিক্ষক অচিন্ত্য সাহা, বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা পারভীন সেজুতি, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুল ইসলাম এবং সাংবাদিক গাজী জাহিদুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here