তালায় দলিত’র উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার ফি প্রদান

0
359

তালা প্রতিনিধি : ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী তালা ও পাইকগাছা উপজেলার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির সন্তানদের মাঝে পরীক্ষার ফি এর টাকা প্রদান করা হয়েছে। দাতা সংস্থা মিশন বাম্বেনী-ইতালী এর সহযোগীতায়, বেসরকারি সংস্থা দলিত’র উদ্যোগে, সংস্থার এলপিএমসি প্রকল্পের আওতায় উক্ত ফি প্রদান করা হয়। এসএসসি পরীক্ষার ফরম পুরন বাবদ আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এক দিক নির্দেশনামূলক সেমিনার বৃহস্পতিবার সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, দলিত’র প্রকল্প কর্মকর্তা ধরাদেবী দাশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, খলিলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম ও তালা রিপোটার্স ক্লাবের সদস্য সচিব বি.এম. জুলফিকার রায়হান। দলিত’র সিডিও বিপ্লব মন্ডল’র পরিচালনায় সেমিনারে সিডিও নেপাল দাশ এবং উপকারভোগী শিক্ষার্থী খাইরুল ইসলাম, দেবপ্রসাদ, লিটন ও রাজু দাশ প্রমুখ বক্তৃতা করেন।
উল্লেখ্য, দলিত’র উপকারভোগী তালা ও পাইকগাছা উপজেলার দরিদ্র জনগোষ্ঠির ৪৭জন এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরনের জন্য এই অর্থ প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here