তালায় পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
303

তালা প্রতিনিধি : তালায় বিভিন্ন এলাকার সাংবাদিকদের নিয়ে পরিবেশ, জার্নাল, কমিউনিটি রেডিও, প্রযোজক এবং জলবায়ু কার্যকলাপের জন্য ক্যাপাসিটি বিল্ডিং অব লোকাল মিডিয়া ফর গ্রেটার রেসিলিয়েন্স শীর্ষক’ কর্মশালা অনুষ্ঠিত হয়। তালা উত্তরণ ট্রেনিং সেন্টারে শনিবার সকালে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।
কর্মশালায় পরিবেশ সাংবাদিকতার উপর বিষদ আলোচনা করেন দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার ইফতেখার মাহমুদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও বিবিসির সংবাদ উপস্থাপক আফরোজা সোমা, ডেইলী ষ্টারের চীফ রিপোর্টার পিনাকী রায় এবং কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক বরকত উল্লাহ সাগর।
বাংলাদেশ সিএসও এনজিও সমন্বয় প্রক্রিয়া (বিডি সিএসও কোঅর্ডিনেশন) এর আয়োজনে কর্মশালায় খুলনার পাইকগাছা, ডুমুরিয়া, সাতক্ষীরার তালা, পাটকেলঘাটা, কালীগঞ্জ, শ্যামনগর, আশাশুনী ও বরগুনাসহ বিভিন্ন অঞ্চলের সাংবাকিরা অংশগ্রহণ করেন। পরে একইস্থলে উল্লেখিত সাংবাদিকদের নিয়ে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here