তালায় সাস’র ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প স্ট্যার্ট-আপ কর্মশালা অনুষ্ঠিত

0
477

তালা প্রতিনিধি: তালাস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা সাস এর আয়োজনে “উন্নত পদ্ধতীতে কার্প-গলদা মিশ্র চাষ ও বাজারজাতকরনের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প এর স্ট্যার্ট-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ইফাদ এর সহযোগীতায় বুধবার সকালে সাস প্রধান কার্যলয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেশ দেবনাথ, মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন ও দলুয়া শহীদ জিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিশ্বাস মো. রফিকুল ইসলাম। কর্মশালায় সমন্বিত ও মিশ্র পদ্ধতীর মৎস্যচাষ, মাছ আহরন, ঘের বা পুকুর পাড়ে শবজি চাষ বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. সামছুল আলম এবং উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. হাদীউজ্জামান। সাস কর্মকর্তা মো. শাহ আলম’র পরিচালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে সাস’র সহকারী পরিচালক এ.কে. এম গোলাম ফারুক, সাস কর্মকর্তা মো. রুহুল আমীন, সুশান্ত কুমার ঘোষ, আব্দুস সালাম, আব্দুর রহমান, মোমিনুর রহমান, অভিজিৎ, জাহাঙ্গীর, আজাদ ও ফারজানা প্রমুখ বক্তৃতা করেন। এসময় তালা ও ডুমুরিয়া উপজেলার গলদাচাষী, খাদ্য বিক্রেতা, ডিপো হোল্ডার, পিএল সরবারহকারী সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায়- কর্মশালার উদ্দেশ্য, প্রকল্প কার্যক্রম, মিশ্র এবং সমন্বীত মৎস্যচাষের সমস্যা ও সমস্যা সমাধানের উপায়, মাছ সংগ্রহ ও সরবারহের পদ্ধতি সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here