তালায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দলিত নারীদের সুযোগ বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত

0
451

তালা প্রতিনিধি : উপজেলার সুজনশাহা উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ও ইউএনডিপি’র সহযোগীতায় বাংলাদেশের তৃণমুল পর্যায়ের দলিত নারীদের অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দলিত নারীদের সুযোগ বৃদ্ধিতে সংলাপ সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে তালা উপজেলার ইসলামকটি ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিক সংলাপ সভায় সভাপতিত্ব করেন ইসলামকাটী ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনডিপি’র মানবাধিকার কর্মসূচির কম্যুনিটিজ এ্যান্ড মাইনোরিটিজ বিশেষজ্ঞ শংকর পাল, মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা দেবকী রায়। স্বাগত বক্তৃতা করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাস। এসময় অন্যান্যেল মধ্যে প্রধান শিক্ষিকা অর্পনা পাল, ইউপি সদস্য রফিকুল ইসলাম, আল-আমিন শেখ, সুজিত সরদার, বিলকিজ বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোমিনুর রহমান, পূর্নিমা মন্ডল, কাঞ্চন দাস, নমিতা দাস, মিলা মন্ডল, ঝরনা ও ফুলি প্রমুখ বক্তৃতা করেন।

প্রজেক্ট ফ্যাসিলিটেটর সদয় দাস এর উপস্থানায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাভসেবক হাসনাহেনা জুলি, প্রধান উপষ্টো দিলীপ দাস, এনজিও কর্মী মার্ক সরকার ও মদন দাস সহ দলিত কমিউনিটি দলের নেতৃবৃন্দ। উক্ত সংলাপে স্ট্যান্ডিং কমিটিতে দলিত নারীদের অন্তর্ভুক্তসহ মানবাধিকার রক্ষায় আন্তরিক উদ্যোগ গ্রহনের জন্য সকলে মন্তব্য ব্যক্ত করেন । সংলাপসভা শেষে ইউএনডিপি প্রতিনিধি শংকর পাল দর্জি প্রশিক্ষন গ্রহনকারী দলিত নারীদের সাথে মত বিনিময় সভা, বাঁকখালী মুন্ডাপাড়ায় নারী উন্নয়ন দল পরিদর্শন ও ইসলামকাটি রিশিপাড়ায় দলিত নারীদের অধিকার বিষয়ক গম্ভীরা পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here