তাসকিনের পিঠে হাত রেখে যা বলেছিলেন মাশরাফি-video

0
490

ক্রীড়া ডেস্ক : চিটাগং ভাইকিংসের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে রংপুর রাইডার্সের দরকার ১৪। শেষ ওভারটি তাসকিন আহমেদ করেছিলেন।

১৪ রান নয়, এ ওভারে রংপুরকে তিনি দিয়েছেন ১৭ রান। ছক্কা মেরে জয় নিশ্চিত করে থিসারা পেরেরা রংপুরের নায়ক বনে গেলেও তাসকিন হয়ে গেছেন খলনায়ক।
মাঠ ছাড়ার সময় তোয়ালে দিয়ে বার বার মুখ ঢাকতে দেখা গেছে তাসকিনকে। মাঠ ছাড়ার সময় জয়ী দল রংপুর অধিনায়ক মাশরাফিকে পাওয়া গেল চিটাগংয়ের খেলোয়াড় তাসকিনের সঙ্গেই। এসময় তাসকিনের পিঠে হাত রেখে কথা বলছিলেন মাশরাফি। তাসকিনও মনোযোগ দিয়ে শুনছিলেন।

প্রতিপক্ষের খেলোয়াড় তাসকিনকে কী বলেছেন জানতে চাইলে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ও যখন আমার দলে থাকে, অধিনায়ক হিসেবে আমি ওকে এ সময় ইয়র্কার দেওয়ার কথা বলি। ইয়র্কারের ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম সেরা বোলার সে। চাপের মধ্যে দশবারের অন্তত পাঁচ-ছয়বারই সে ইয়র্কার ভালো করতে পারবে।

ওকে বলছিলাম পরে এমন পরিস্থিতিতে পড়লে…হয় কী শিশিরের কারণে অনেক সময় স্লোয়ার বল পিচে ধরে না। সে সেরাটাই চেষ্টা করেছে। ১৮তম ওভার দারুণ করেছে। ভাগ্য থিসারার পক্ষে ছিল, ব্যাটে-বলে হয়ে গেছে। বা ওয়াইড না হলে বলটা প্যাডে লাগলে আমরা হেরেও যেতে পারতাম। দিন শেষে ফল তো একদিকে যাবেই। ও দুর্ভাগা, আমরা সৌভাগ্যবান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here