তৃণমুল পর্যায় থেকে দলীয় সকল কর্মকান্ড সফল করতে সাংগঠনিক পর্যায়ে শক্তিশালী করতে হবে প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি

0
464

উত্তম চক্রবর্ত্তী :বর্তমান সরকারের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সর্বদাই নেতাকর্মিদের মূল্যয়ন করে থাকে। দলীয় সকল কর্মকান্ড সফল করতে হলে তৃণমুল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম মজবুত ও শক্তিশালী করতে হবে। স্থানীয় পর্যায় রাজনৈতিক দলের মধ্যে কোন প্রকার লবিং গ্রুপিং থাকবে না। দলের মধ্যে কেউ যদি বিতর্কে জড়িয়ে পড়ে তাৎক্ষনিক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে সমযোতায় আনতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতাকর্মিদের দলমতের উদ্ধেৃ থেকে নিরলশভাবে কাজ করার জন্য আওভান জানান। গত ২১ মে বিকালে মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের মাঠে চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মি সমাবেশে প্রধান অতিথি প্রেসিডিয়াম সদস্য এ্যাড. পিযুষ কান্তি ভট্রাচার্য্য তার বক্তব্যে এ কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক প্রভাষক আবুল হাসানের সভাপতিত্বে ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান টু ও ইউনিয়ন আ,লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম মিলনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা আ,লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ কাজী মাহমুদুল হাসান, জেলা আ,লীগের সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিয়ামত আলী, শ্রমিক লীগের সাধারন সম্পাদক নাছির উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড. বসির খান, সাবেক ছাত্রনেতা তারেক মির্জা, ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ন আহবায়ক ফজলুর রহমান, উপজেলা বঙ্গ বন্ধু সৈনিক লীগের সাধারন সম্পাদক শেখ আব্দুল লতিফ, চালুয়াহাটী ইউনিয়ন আ,লীগের সাবেক সভাপতি মাষ্টার আমির আলী খান, ইউনিয়ন আ,লীগের যুগ্ন আহবায়ক আব্দুল হাই, প্রভাষক জিল্লুর রহমান, সাবেক মেম্বর আমজাদ হোসেন, ছাত্রলীগের আহবায়ক রাজু আহমেদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here