তোমার অপেক্ষায়

0
70

সেই জাদুর শহর
চেনা রাস্তা
সারি সারি পার্কিং করা গাড়ি
পুরাতন সব মায়াভরা বাড়ি
হলুদ ট্যাক্সির অকারণে হর্ন
হাটা রিক্সার ভেপু বাশি
আজও সেই জীবনের ছুটে চলা।

দুজন হাত ধরে হেটে চলা
হালকা অজান্তেই ছুঁয়ে যাওয়া
হাটা পথে উঁচু ইটে হোচট
তোমার খেয়ালি হাতে হাত
নির্ভরতার আকাশ মুহুর্তে রঙিন
মায়াময় মুখে মধুর ধমক
এই তো তুমি আমি মিলে সবই

আচমকা ট্রামের হুইসেল
দৌড়ে ট্রামে উঠে পাশাপাশি সিটে
অকারনে হাসির পাহাড় বয়ে যায়
দুজন মিলে রাস্তার গাড়ি গুনে চলা
বিনা টিকেটে ভ্রমন করে তৃপ্তির ঢেকুর
এই তো জীবন কত মধুর আলীংগন।

চায়ের দোকানের লম্বা লাইন
মাটির কাপের গাড় গরম দুধ চা
ভীড়ের ভীতর মাঝে মাঝে কাপ বদল
পুরাতন গল্পগুলোকে নতুনের পাখা
হাতে হাত রেখে নির্ভয়ে রাস্তা পার।
নিশ্চুপে সন্ধ্যা নামে নগর জুড়ে
শেষ হয়না জানা গল্পের কথামালা
এই তো জীবন তোমার আমায় মিলে।

সময় বদলায় রঙিন শহরে
বদলায় দালানের রঙ
মানুষগুলোর পোশাক বদলায়
সময়ে গাড়ির মডেল বদলায়
চোখের ও রঙ বদলায়
শরীরের শক্তি বদলায়
দায়িত্বের সমাহার বদলায়
শুধু বদলায় না ছোট্ট শিশুমন
আজ তিন পায়ে তোমার অপেক্ষায়
টিম টিম চোখে স্বচ্ছ চশমায়।

 

লেখক : তুহিন