দক্ষতা বাড়লে রেমিট্যান্স ৫ থেকে ৭ গুণ বৃদ্ধি পাবে- সচিব দুলাল কৃষ্ণ সাহা

0
150

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার (৬ জুন) বিকেলে যশোর কালেক্টরেট সভাকক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ একটি মাত্র শব্দ দক্ষতা নিয়ে কাজ শুরু করেছে। আমাদের প্রবৃদ্ধির যে ধারা, তাকে ধরে রাখতে হলে শ্রমের উৎপাদনশীলতা বৃদ্ধি একমাত্র উপায়। এজন্য দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। দক্ষতা বাড়লে রেমিট্যান্স ৫ থেকে ৭ গুণ বৃদ্ধি পাবে।

তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার আলোকে দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল মুকিত সরকার, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাবু, প্রসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, কবি কাসেদুজ্জামান সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।