দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল শহর ঢাকা

0
423

নিজস্ব প্রতিবেদক : লন্ডনভিত্তিক ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) দ্বিবার্ষিক জরিপে দক্ষিণ এশিয়ার ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে ঢাকা। সম্প্রতি কস্ট অব লিভিং সার্ভে ২০১৭ শীর্ষক জরিপটি প্রকাশিত হয়েছে।

বিশ্বের ১৩৩টি শহরে জীবনযাত্রার ব্যয় নিয়ে জরিপটি পরিচালনা করা হয়। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর হলেও বিশ্বে ঢাকার অবস্থান ৬২তম।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি ব্যয়ের শহর হিসেবে ঢাকার পরে আছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো, বিশ্বে অবস্থান ১০৮তম। এরপরে আছে নেপালের রাজধানী কাঠমান্ডু। বিশ্বের ব্যয়বহুল শহরগুলোর তালিকায় এর অবস্থান ১১৬ নম্বরে।

জরিপের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে কম ব্যয়ের শহর কাজাখস্তানের আলামাতি। সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর সিটির নাম। এরপরেই আছে হংকং (দ্বিতীয়), সুইজারল্যান্ডের জুরিখ (তৃতীয়) কিও (চতুর্থ), ওসাকা (পঞ্চম) ও সিউল (ষষ্ঠ)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here