দলিতের উদ্যোগে বড়দলে মাছের পোনা বিতরন

0
451

তালা প্রতিনিধি : বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে, দাতা সংস্থা সিইআই এর অর্থায়নে এবং এল’ আলবেরু ডিলা ভিটা অনলুস (এফএডিভি) এর সহ-অর্থায়নে দরিদ্র ২১টি পরিবারের মাঝে ২৬৫ কেজি মাছের পোনা বিতরন করা হয়েছে। দলিতের তালা শাখার বাস্তবায়নে এবং সংস্থার “ওয়াটার ফর ফুড ইন দ্য কোষ্টাল এরিয়া অব সুন্দরবনস্- বাংলাদেশ” প্রকল্পের আওতায় রোববার দুপুরে আশাশুনির বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামে উপকারভোগীদের মাঝে মাছের পোনা বিতরন করা হয়।
এসময় বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল আলীম মোল্যা, তালা রিপোটার্স ক্লাবের সদস্য সচিব বি.এম. জুলফিকার রায়হান, স্থানীয় মিশনের ফাদার ফিলিপ মন্ডল, নিকোলাস মন্ডল, দলিতের সংশ্লিষ্ট প্রকল্প ব্যবস্থাপক রবিতা মন্ডল, কমিউনিটি মোবিলাইজার জুয়েল সরকার ও কনেক চন্দ্র সানা সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। দলিত’র প্রকল্প ব্যবস্থাপক রবিতা মন্ডল জানান, তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে এবং আশাশুনি উপজেলার বড়দাল ইউনিয়নে দলিতের “ওয়াটার ফর ফুড ইন দ্য কোষ্টাল এরিয়া অব সুন্দরবনস্- বাংলাদেশ” প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায়, বড়দল ইউনিয়নের ২১টি উপকারভোগী পরিবারের মাঝে রুই, কাতলা ও মৃগেল জাতীয় ২৬৫ কেজি কার্প মাছের পোনা বিতরন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here