দুই বাংলাকে সুরে বেঁধে চলে গেলেন লাকী আখন্দ

0
482

নিজস্ব প্রতিবেদক : প্রয়াত বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীতজ্ঞ লাকী আখন্দ৷ ক্যানসারে আক্রান্ত হয়ে শুক্রবার ঢাকার আরমানিটোলার বাসভবনেই তাঁর প্রয়াণ হয়েছে৷ এদিন দুপুর নাগাদ তাঁর শরীরের অবনতি ঘটে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ সেখানেই প্রয়াণ হয় বিশিষ্ট সঙ্গীতজ্ঞের৷ দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি৷ থাইল্যান্ডে চিকিৎসা করিয়েছিলেন৷ কিছুটা সুস্থ হয়েছিলেন৷ ফের চিকিৎসার জন্য যাওয়ার প্রয়োজন ছিল৷ কিন্তু আর্থিক সমস্যার কারণে আর যাননি৷ কোনও রকম আর্থিক সহযোগিতা গ্রহণের বিষয়ে বেশ কঠোর ছিল তাঁর পরিবার৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফে কিছু সাহায্য করা হয়৷ সেটি রাষ্ট্রীয় ভালোবাসা হিসেবে সেটি তিনি গ্রহণ করেন৷
লাকী আখন্দের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে— ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘মামনিয়া, ‘কি করে বললে তুমি’ ‘লিখতে পারি না কোনও গান, ‘ভালোবেসে চলে যেও না’ প্রভৃতি। দুই বাংলাকে সুরের বাঁধনে বেঁধেছিলেন তিনি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here