দুদকের মামলায় স্থায়ী জামিন পেলেন সাক্কু

0
496

কুমিল্লা প্রতিনিধি : দুদকের দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতে স্থায়ী জামিনের আবেদন করেন সাক্কুর আইনজীবী।

অন্যদিকে, মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ১২ জুন দিন ধার্য করেছেন আদালত। পাশাপাশি মামলাটি বিশেষ জজ-৮ বদলি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাক্কুর ছোট ভাই আইনজীবী কাইমুল হক রিংকু।

গত ১৮ এপ্রিল সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর ৯ মে তিনি আদালতে আত্মসমর্পণ করে ২৪ মে পর্যন্ত অস্থায়ী জামিন পেয়েছিলেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ৪ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৯৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন ও ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে সাক্কু দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। এ অভিযোগে ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহিন আরা মমতাজ এ মামলাটি করেন। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সাক্কুর বিরুদ্ধে এ মামলায় চার্জশিট দাখিল করা হয়।

উল্লেখ্য, গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সাক্কু দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here