নিজস্ব প্রতিবেদক : চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)।
শুক্রবার বিকেলে যশোর শহরের মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তৃতা করেন পার্টির জেলা সভাপতি কমরেড নাজিম উদ্দিন,সিাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, কৃষক নেতা শাহাবুদ্দিন বাটু প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, চাল, ডাল, তেল, সবজি, মাছ-মাংসের বাজারে যেতে পারছেন না গরিব মানুষ। বাজারে এখন আগুনের হল্কা।
তারা বলেন, করোনাকালে প্রায় দুই কোটি মানুষ চাকরিহারা, খুদে ব্যবসায়ীরা হারিয়েছেন তাদের ব্যবসা। এই সমস্ত মানুষের মাঝে এখন হাহাকার। অথচ, ওইসময়ে ধণিক শ্রেণির মানুষের শিল্প-কলকারখানা চলেছে; তাদের দেওয়া হয়েছে সরকারি প্রণোদনা। বড়লোকদের সবকিছু ঠিকঠাক চললেও গরিবের জন্যে কিছুই করা হয়নি।
নেতৃবৃন্দ অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।