নকিয়ার ৪২ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

0
497

প্রযুক্তি ডেস্ক : ৪২ মেগাপিক্সেল ক্যামেরা সমৃদ্ধ একটি ফ্লাগশিপ ফোন আনতে কাজ করছে নকিয়া। ইতোমধ্যে এই ফোনটির কনসেপ্ট ছবি প্রকাশ পেয়েছে। ফোনটির মডেল নকিয়া সোয়ান। এছাড়াও নকিয়া জেনো নামের আরেকটি ফোন বাজারে আনছে।

নকিয়া সোয়ান ফোনটিতে ৬ জিবি র‌্যাম কিংবা ৮ জিবি র‌্যাম থাকতে পারে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট থাকছে।

নকিয়া সোয়ান ফোনটিতে ৫.৩ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৩৮৪০×২১৬০ পিক্সেল। অন্যদিকে নকিয়া জেনো ফোনটিতে থাকছে ৫.১ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০×২১৬০ পিক্সেল।

নকিয়া সোয়ান মোবাইলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ২×২.৪৫ গিগাহার্জের ৮৩৫ অক্টাকোর প্রসেসর থাকছে। এতে ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম থাকবে।

অন্যদিকে নকিয়া জেনোতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ২×২.৩৫ গিগাহার্জের র‌্যাম এবং ৩২ জিবি রম।

সোয়ানের মেইন ক্যামেরা হবে ৪২ মেগাপিক্সেলের। এতে কার্ল জেস অপটিক্স ব্যবহার করা হবে। জেনোর মেইন ক্যামেরা হবে ৪১ মেগাপিক্সেলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here