নারী শিক্ষার উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনা অব্যাহত রয়েছে

0
527

ছফুরননেছা মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি রবি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ছফুরননেছা মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কলেজ চত্বরে ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বক্তব্যে বলেন, নারীদের পীছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের শিক্ষাসহ সর্বক্ষেত্রে এগিয়ে নিতে যুগপযোগী বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছফুরননেছা মহিলা কলেজ পরিচালনা পরিষদের সদস্য এ.আর.এম সেলিম আখতার। এ সময় উপস্থিত ছিলেন ছফুরননেছা মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক ফারহা দিবা খান সাথি, প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, প্রভাষক নজরুল ইসলাম, শিখা রাণী রাহা, পম্পাবতী মুখার্জী, অহেদুল ইসলাম, অমিত হালদার, শাহাদাৎ হোসেন, কামরুজ্জামানসহ ছফুরননেছা মহিলা কলেজের শিক্ষক ও ছাত্রীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ছফুরননেছা মহিলা কলেজের প্রভাষক মোবাশ্বেরুল হক জোতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here