“না ফেরার দেশে বাগআঁচড়ার গাজী বাবা”

0
1076

আরিফুজ্জামান আরিফ: না ফেরার দেশে চলে গেলেন সবার প্রিয় শ্রদ্ধাভাজন গাজীবাবা (৯০) নামে পরিচিত লোকটি।

শুক্রবার (১৬জুন)ভোরে তিনি নিজ বাড়ী বসতপুর কলোনীতে মৃত্যু বরন করেন।তিনি কিছু দিন আগে ব্রেনস্টোকে আক্রান্ত হয়েছিলেন।

বাগআঁচড়া আফিল উদ্দীন ডিগ্রী কলেজের নাইট গার্ড ও শার্শার বসতপুর কলোনী গ্রামের বাসিন্দা আমিন উদ্দীন গাজী । কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে কলেজের নাইট গার্ড হিসাবে চাকুরী করারর কারনে
সদালপি মনোভাব,হাসিখুশিময় জীবন যাপনের জন্য কলেজের সকল কর্মকর্তা,কর্মচারী,ছাত্র ছাত্রী সহ বাগআঁচড়া সহ পার্শবর্তী সকল বয়সী মানুষের কাছে হয়ে উঠেন অতি আপন মানুষের অধিকারী।হয়ে ওঠেন মিষ্টি মধূর নামের গাজী বাবা।
বাদ জুম্মা বাগআঁচড়া জামে মসজিদে জানাযার নামাজ শেষে নিজ গ্রাম বসতপুরে পারিবারিক কবর স্হানে তাকে সমাহিত করা হয়।তার নামাজের জানাযায় সকল পেশাজীবি মানুষ সহ অসংখ্য ভক্তের উপস্হিতির ঢল নামে।তার মৃত্যুতে শোকাহত বাগআঁচড়া বাসী।

চিরবিদায় নিয়ে চলে গেছেন না ফেরার দেশে।আর কখনও সে ফিরে আসবেনা সদালপি হাস্যোজ্বল গাজী বাবা। কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি ও কথা মনে থাকবে সারা জীবন তার রেখে যাওয়া হাজারো গাজীবাবা প্রেমীর মনি কূঠায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here